কিমা দই বড়া

Copy Icon
Twitter Icon
কিমা দই বড়া

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
  • 1টা বড়ো পিয়াজ কুচি


  • 2টেবিল চামচ চিকেন কিমা


  • 1টা ডিম


  • 1টা ছোটো আলু


  • 1চা চামচ টাটার নুন


  • 2চা চামচ চিনি


  • 2পিস ব্রাউন ব্রেড


  • 1/2চা চামচ ক্যাচ এর গরম মসলার গুঁড়ো


  • 100 গ্রাম আমূল এর টক দই


  • 200মিলিঃ ফরচুন এর সাদা তেল


  • 1চা চামচ ভাজা মশলা


  • 1চা চামচ ঝর্ণা ঘী

Directions

  • ডিম, কিমা আর আলু সেদ্ধ করে নিতে হবে
  • সেদ্ধ ডিম আর আলু চটকে নিতে হবে
  • পাউরুটি গুলো ভালো করে টুকরো করে এর সাথে মেখে নিতে হবে
  • এর মধ্যে দিয়ে হবে সেদ্ধ কিমা, নুন, 1চা চামচ চিনি, গরম মসলার গুঁড়ো, পিয়াজ কুচি
  • ভালো করে মেখে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে
  • কড়াইতে তেল দিয়ে তাতে বড়া গুলো বাদামী করে ভেজে নিতে হবে
  • এবার টক দই ভালো করে ফেটিয়ে এতে নুন, বাকি চিনি, ভাজা মশলা দিয়ে মেখে নিতে হবে
  • বড়া গুলো একটা প্লেট এ রেখে উপর এ ঘী ব্রাশ করে দই এর ব্যাটার টা ঢেলে পরিবেশন করতে হবে